অর্থনীতি

কবিতায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখালেন অর্থমন্ত্রী

‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে এক লাখ এক হাজার ২৭৮ কোটি টাকা বেশি।

Advertisement

স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট এটি। আর আওয়ামী লীগ সরকারের ২৪তম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের টানা পঞ্চম বাজেট।

নতুন অর্থবছরের এ বাজেট প্রস্তাব দিতে গিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, চারটি মূল স্তম্ভের ওপর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি।

বাজেট বক্তব্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্নের কথা কবিতার মাধ্যমে শুনিয়েছেন অর্থমন্ত্রী। কবিতাটি নিচে তুলে ধরা হলো-

Advertisement

বাঙালিকে প্রথম স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএনে দিয়েছেন এক রক্তস্নাত স্বাধীনতা মহান।মজবুত ভিত স্থাপন করে শুরু করেছিলেন সোনার বাংলা গড়ারকিন্তু বিশ্বাসঘাতকের বুলেট সুযোগ দেয়নি তা সমাপ্ত করার।তবে দাবায়ে রাখতে পারেনি কেউ, কারণ হাল ধরেছেন শেখ হাসিনারচনা করছেন একের পর এক উন্নয়ন পরিক্রমা।গড়েছেন ডিজিটাল-উন্নয়নশীল বাংলাদশেউন্নয়নের নেইকো কোন শেষ২০৪১-এর মধ্যে হবে স্মার্ট উন্নত সোনার বাংলাদেশ।

এমএএস/এএএইচ/এএসএম