অর্থনীতি

ব্রিফকেস হাতে সংসদে অর্থমন্ত্রী

২০২৩-২৪ অর্থবছরের বাজেট উত্থাপনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টার দিকে তিনি ব্রিফকেস হাতে সংসদে যান।

Advertisement

অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন। এটি তার পঞ্চম বাজেট। এবারের বাজেটের আকার হবে সাত লাখ ৬১ হাজার কোটি টাকা। ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক বাজেট বক্তব্য দেবেন তিনি। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ করার কথা তুলে ধরবেন মন্ত্রী।

বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা চার লাখ ৩০ হাজার কোটি টাকা। ঘাটতি আড়াই লাখ কোটি টাকার বেশি। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির বার্ষিক হারের লক্ষ্য থাকছে ৬ দশমিক ৫ শতাংশ।

এএএইচ/জিকেএস

Advertisement