সাহিত্য

ওয়ালিদ জামানের দুটি ছড়া

 

বদলে যাওয়ার সাত কাহন

Advertisement

বদলেছি, বদলে গেছিসেটাই ছিল প্রয়োজনদিচ্ছ কেন মিছেমিছিবদলে যাওয়ার প্রহসন।

চলতে গিয়ে পথ ভুলেছিদোষ কি পথের ছিল তখনসত্যে যখন চোখ মেলেছিমিথ্যে দেখি সব আয়োজন।

দুঃখ পুড়ে সুখ পেয়েছিআর্তনাদের দিন যখনবিষাদ সিন্ধু পার হয়েছিবলছ তাকে অঘটন!

Advertisement

স্বপ্ন পুড়ে বীজ বুনেছিপোষা বুকে সেই দহনবদলে গিয়েই তো শিখেছিবদলে যাওয়ার সাত কাহন।

****

কাজল ডাঙ্গা গাঁয়ে

জ্বলে জ্বলে ওই নিভছে জোনাককাজল ডাঙ্গা গাঁয়েআজ মেঠোপথ গল্প শোনাকলাগুক ধুলো পায়ে।

Advertisement

ফুলে ফুলে ওই সুবাস ছড়াকরাতের আঁধার লয়েগান গেয়ে মন হঠাৎ হারাকউতাল হাওয়ায় বয়ে।

মেঘে মেঘে ওই বৃষ্টি ঝড়াক আঝোর ধারা হয়েজমে থাকা সব দহন ফুরাকনীল বেদনা ধুয়ে।

উড়ো উড়ো ওই সুখ না দাঁড়াকএমন দুঃখের নায়েঅচিন পথেই মন পা বাড়াকছবির মতো গাঁয়ে।

এসইউ/জিকেএস