জাতীয়

রাজধানীতে কীটনাশক পানে কলেজছাত্রের মৃত্যু

রাজধানীর মতিঝিলের আরামবাগ একটি বাসায় কীটনাশক পানে মো. জুয়েল তুষার (১৯) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ মে) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

Advertisement

মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে বুধবার (৩১ মে) দুপুর সোয়া ১টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি তুষার সিটি কলেজে শিক্ষার্থী ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। এ কারণেই তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবুও ময়নাতদন্ত্রের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তুষারের ভাই সোহেল বলেন, আমার ভাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। সে বিষণ্ণতায় ভুগছিল। এ কারণে নিজরুমে সবার অগোচরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

Advertisement

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার ফতেপুর গ্রামে। মতিঝিলের আরামবাগের একটি বাসায় থাকতেন তারা। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

আল আমিন/এমআইএইচএস