অর্থনীতি

বিসিক হস্তশিল্প মেলা বৃহস্পতিবার শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হস্তশিল্প মেলা-২০২৩।

Advertisement

পাঁচ দিনব্যাপী (১-৫ জুন) এ মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়, ও বাজারজাতকরণে সহায়তা প্রধানের লক্ষ্যে এ মেলা আয়োজন করা হয়েছে। প্রথম দিনে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিকের চেয়ারম্যান মাহবুবর রহমান।

মেলাটি সোবহানবাগের ড্যাফোডিল টাওয়ারে গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি উন্মুক্ত থাকবে। এরই মধ্যে মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

এনএইচ/এমআইএইচএস

Advertisement