শিক্ষা

৪ জুন প্রাথমিক স্কুলে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু

আগামী ৪-১০ জুন সারাদেশে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন করা হবে। এসময়ের মধ্যে সারাদেশে প্রাথমিক স্কুলে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের এক ডোজ কৃমিনাশক ওষুধ খাওয়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিপিই’র অতিরিক্ত মহাপরিচালক ইমামুল ইসলামের সই করা নির্দেশনায় বলা হয়েছে, ৪-১০ জুন সারাদেশে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালিত হবে। এসময়ে ৫ থেকে ১২ বছর পর্যন্ত সব শিশুকে কৃমি নিয়ন্ত্রক টিকা দেওয়ার কার্যক্রম পালনের জন্য দেশের সব জেলা শিক্ষা অফিসারকে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে।

এতে আরও বলা হয়, ২৮তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রম পালনের জন্য জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াসহ নির্দেশনায় উল্লেখ করা বিষয়গুলো প্রতিপালনে অনুরোধ করা হলো।

Advertisement

এমএইচএম/ইএ/জিকেএস