মাদারীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেছে ক্রীড়া পরিদপ্তর।
Advertisement
বুধবার (৩১ মে) মাদারীপুর পৌর শহরের তরমুগরিয়া এলাকার প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে এ আয়োজন। বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নজরুল ইসলাম।
বিদ্যালয়ের সভাপতি ড. সেলিনা আখতারের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌসী আক্তার, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলি খানম।
প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ১২০ শিশু বিভিন্ন খেলায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে ২০ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হুইলচেয়ার ও সাদাছড়ি এবং ৪০০ শিক্ষার্থীর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
Advertisement
আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জেআইএম