রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের কাছে চড়া দামে খাবার বিক্রি করছে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের দোকানিরা। ৮০ টাকার খাবার বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
Advertisement
ভর্তি পরীক্ষাকে ঘিরে লক্ষাধিক শিক্ষার্থী-অভিভাবকের আগমন ঘটে রাজশাহীতে। এ সুযোগকে কাজে লাগিয়ে ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর ও মানহীন খাবার।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, খাবারের দোকানগুলোতে মানা হচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেঁধে দেওয়া মূল্যতালিকা। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এক প্লেট খিচুড়ি এবং মাংসের দাম রাখা হচ্ছে ১৫০ টাকা। বিশ্ববিদ্যালয় প্রদত্ত চার্টে ব্রয়লার মুরগির দাম ৪৫ টাকা রাখার কথা বলা হলেও চড়া দাম রাখছে দোকানগুলো। শুধু তাই নয়, খাবার তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।
টুকিটাকি চত্বরের একটি দোকান থেকে খিচুড়ি ও একটি রোস্ট কেনেন একজন ভর্তিচ্ছু। প্রথমে তার কাছে খিচুড়ি ও রোস্টের দাম ১৫০ টাকা চাওয়া হলেও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে দাম কমিয়ে ৮০ টাকা রাখেন দোকানদার।
Advertisement
ভর্তিচ্ছু ওই শিক্ষার্থী বলেন, ‘আমার কাছে এক প্লেট খিচুড়ি-মাংসের দাম চাওয়া হয় ১৫০ টাকা। কিন্তু আপনাদের ক্যামেরা দেখার পরই ওনারা দাম রাখেন ৮০ টাকা।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয় থেকে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এস্টেট অফিস বিষয়টির দেখভাল করছে। বেশি দাম রাখার বিষয়টি খোঁজ নেওয়া হবে।
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম
Advertisement