মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ভোট দেওয়া হয়ে গেছে একটি গ্রামের সব ভোটারের! ভাবছেন কীভাবে সম্ভব? তার আগে জেনে নেন, ওই গ্রামের ভোটাররা এর আগে একবার ভোট শুরুর ৩২ সেকেন্ডের মধ্যে সবাই ভোট দিয়েছিলেন।
Advertisement
গ্রামটির নাম ভিলারোয়া। স্পেনের লা রিওজা প্রদেশের ছোট্ট একটি গ্রাম। সেখানে নিবন্ধিত ভোটার রয়েছেন মাত্র সাতজন। গত রোববার (২৮ মে) দেশটির স্থানীয় সরকার নির্বাচনে ৩০ সেকেন্ডে ভোট শেষ করার রেকর্ড গড়েছেন গ্রামটির ভোটাররা।
১৯৭৩ সাল থেকে এই এলাকার মেয়র সালভাদর পেরেজ। স্প্যানিশ মিডিয়াকে তিনি বলেন, সাতজনের ভোটই পাবো কি না জানি না, তবে জিতবো এটি প্রায় নিশ্চিত।
আরও পড়ুন>> আঞ্চলিক নির্বাচনে ভরাডুবি: আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা স্প্যানিশ প্রধানমন্ত্রীর
Advertisement
মেয়র বলেন, ভিলারোয়ার বাসিন্দারা ‘খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত’ এবং সকালে ভোট শুরুর সঙ্গে সঙ্গে তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন।
ফলে ৩০ সেকেন্ডেরও কম সময়ে গ্রামটিতে ভোটদান শেষ হয়ে যায়। স্পেনে সেদিন নির্বাচন হওয়া আসনগুলোর মধ্যে সেখানেই সবার আগে ভোট শেষ হয়েছিল।
পেরেজ মনে করেন, ভিলারোয়ার বাসিন্দারা সম্ভবত ইলান দে ভাকাস নামে আরেকটি গ্রামের সঙ্গে প্রতিযোগিতা করতে চেয়েছিলেন। কাস্টিলা-লা মাঞ্চা অঞ্চলের ওই গ্রামটিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা মাত্র তিনজন।
আরও পড়ুন>> ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে স্পেনের সংসদে বিল উত্থাপন
Advertisement
বলা হয়, স্পেনে জাতীয় নির্বাচনে কী হবে, তার আভাস পাওয়া যায় আঞ্চলিক নির্বাচনে। গত রোববারের স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ক্ষমতাসীন দলের ব্যাপক ভরাডুবি হয়েছে। এর পরের দিনই আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সোমবার তিনি বলেছেন, পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি এরই মধ্যে রাজা ষষ্ঠ ফিলিপকে জানানো হয়েছে। আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে স্পেনের জাতীয় নির্বাচন।
আরও পড়ুন>> স্পেনের মেডিকেল শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসা দেবে বাংলাদেশ
যদিও এর আগে সরকারের চার বছরের মেয়াদ পূর্ণ করে বছরের শেষের দিকে নির্বাচন দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তবে আঞ্চলিক নির্বাচনের ফলাফল বিপক্ষে যাওয়ায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
আঞ্চলিক নির্বাচনে বিরোধী দল পিপলস পার্টি (পিপি) ভোট পেয়েছে ৩১ দশমিক ৫ শতাংশ এবং ক্ষমতাসীন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) পেয়েছে ২৮ দশমিক ২ শতাংশ। ২০১৯ সালের তুলনায় এবারের নির্বাচনে নয় শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছে রক্ষণশীলরা এবং ১ দশমিক ২ শতাংশ পয়েন্ট ভোট হারিয়েছে সানচেজের দল পিএসওই।
সূত্র: বিবিসিকেএএ/