ক্যাম্পাস

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের নীল দলের নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞানের অনুষদে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩০ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সিনিয়র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান আল শাফী। এছাড়া আহ্বায়ক পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন সিদ্দিকী, সহ-আহ্বায়ক পদে অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবিএম নাজমুস সাকিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন ভূইয়া নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

Advertisement

এএসবিডি/এমকেআর/এমএস