জাতীয়

উড়ালসড়ক থেকে রড পড়ে শিশুর মৃত্যু, গ্রেফতার এক

রাজধানীর বনানী রেলগেট এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসড়ক) থেকে রড পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশু (১২) মৃত্যুর ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। এ মামলায় হাসান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৩০ মে) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

আরও পড়ুন: উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশু নিহত

তিনি বলেন, গতকাল (সোমবার) রাতে রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে। চুয়াডাঙ্গার বাসিন্দা হাসিব হাসান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামের এক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধায়।

Advertisement

বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। আসামিকে গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরএসএম/কেএসআর/এএসএম