কী নির্মম নিয়তি! প্রকৃতির খামখেয়ালিপনার কাছে জলাঞ্জলি দিতে হলো নেদারল্যান্ডের সুপার টেনে ওঠার স্বপ্ন। ধর্মশালার বৃষ্টি যেন ডাচদেরই চোখের জল হয়ে এদিন মাঠে গড়াচ্ছিল। প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়েও খেলা না হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল নেদারল্যান্ডসের। অধিনায়ক পিটার বোরেনের কন্ঠেও তাই হতাশার বাণী, ‘এটা খুব হতাশাজনক। আমরা অনেক সময় দিয়েছি পুরনো আত্মবিশ্বাস ফিরে পেতে চেষ্টা করেছি সুপারে টেনে উঠতে; কিন্তু তা আর হলো না।’ বাংলাদেশের সাথে প্রথম ম্যাচে লড়াই করে আট রানে হারে নেদারল্যান্ডস। বোরেন বলেন, ‘বাংলাদেশের সাথে আমরা লড়াই করে হেরেছি। এই ম্যাচেও ভালো করার ব্যপারে আশাবাদী ছিলাম। এরকম বড় স্টেজে আমরা তেমন সুযোগ পাই না, নিজেদের প্রমাণ করার। আবার চার বছর পর বিশ্বকাপ আসবে, সময়টা আমাদেরে জন্য অনেক।’ডাচ অধিনায়ক হতাশ হলেও ওমানের অধিনায়ক অবশ্য খুশিই বলা চলে। কেননা তার দল প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের সমান দুই পয়েন্টে নিয়ে রয়েছে গ্রুপের দুই নম্বরে। ওমানের অধিনায়ক সুলতান আহমেদ বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী ছিলাম এই ম্যাচ নিয়েও। এখনো টিকে আছি টুর্নামেন্টে। বাংলাদেশকে হারাতে পারবো বলে আমরা আশাবাদী। আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছি। আমরা খুব উজ্জীবিত আছি এখন।’ধর্মশালায় বৃষ্টির কারণে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটিও মাঠে না গড়ালে নেদারল্যান্ডসের পাশাপাশি আয়ারল্যান্ডও টুর্নামেন্ট থেকে বিদায়নেবে। সেক্ষেত্রে ওমান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচটি হয়ে উঠবে বাঁচা-মরার লড়াই। আরআর/আইএইচএস/এবিএস
Advertisement