চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে গরু চুরি করে লোহাগাড়ায় বিক্রির সময় তিন চোরকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি গরু উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
Advertisement
গ্রেফতাররা হলো চট্টগ্রামের কর্ণফুলী থানার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত ফিরোজ খানের ছেলে জুলহাস খান (২৬), একই এলাকার সিরাজ মিয়ার ছেলে তপু রায়হান (১৯) ও আনোয়ারা থানার হাইলধর পীরখাইন এলাকার সোলাইমানের ছেলে মঞ্জুরুল আলম (৪৫)।
স্থানীয় পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার দিনগত রাতে আনোয়ারা উপজেলা থেকে ২টি গরু চুরি হয়। পরদিন লোহাগাড়ার জঙ্গল পদুয়া টেকের মাথা নামক এলাকায় গরুগুলো বিক্রি করতে আনে চোরের দল। গরুগুলো কম দামে বিক্রি করতে চাইলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে ইউপি চেয়ারম্যানকে খবর দেন। জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করে। পরে চোরাই গরুসহ তাদের লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মাদ আতিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ চোরাই গরুসহ ৩ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত গরুর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে হস্তান্তর করা হবে।
Advertisement
ইকবাল হোসেন/এমএইচআর/জিকেএস