দেশজুড়ে

কাকিনা-মহিপুর সড়কে ট্রাক চলাচল বন্ধে অবরোধ

লালমনিরহাটের কাকিনা-রংপুর মহাসড়কে নির্মিত তিস্তা শেখ হাসিনা সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জ ও পাটগ্রামে সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে।

Advertisement

সোমবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতি।

একই সময়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার তেল পাম্প সংলগ্ন মালিক ও শ্রমিক সমিতির ব্যানারে সড়ক অবরোধ করা হয়। ট্রাক মালিক ও শ্রমিকরা জানান, ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০১৮ সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রোববার (২৮ মে) রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারী যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক ও চালকরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়েন। বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে গাড়ি/ট্রাক প্রায় ৫৫ কিলোমিটার সড়ক বেশি চালাতে হয়। এ সেতু দিয়ে গাড়ি চলাচলে ৫৫ কিলোমিটার পথ কমে আসে। এতে ১৩-১৫ লিটার তেল সাশ্রয় হয়।

সড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক এবং পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু।

Advertisement

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সেতু দিয়ে পুনরায় ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর আন্দোলন ও অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, কাকিনা থেকে রংপুর সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। তাই এ সড়ক দিয়ে শুধু ছয় চাকার ট্রাক রাত ১০টার পর চলাচল করতে পারবে।

রবিউল হাসান/এসআর/এমএস

Advertisement