আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে বেসামরিক নভোচারী পাঠাচ্ছে চীন

নিজেদের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বেসামরিক নভোচারীকে পাঠাচ্ছে চীন। দেশটির মহাকাশ মিশনের অংশ হিসেবেই মঙ্গলবার (২৯ মে) তাকে পাঠানো হবে। খবর আল-জাজিরার।

Advertisement

সোমবার চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পেলোড বিশেষজ্ঞ গুই হাইচাও যাত্রা করবেন।

আরও পড়ুন>বাজেটে মোবাইল ফোনে শুল্ক কমানোর কথা ভাবছে পাকিস্তান

এখন পর্যন্ত চীন যাদের মহাকশ স্টেশনটিতে পাঠিয়েছে তারা সবাই পিপলস লিভারেশ আর্মির সদস্য।

Advertisement

মহাকাশ সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, গুই বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স ও অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক। মূলত মহাকাশ বিজ্ঞান পরীক্ষামূলক পেলোডগুলোর অন-অরবিট অপারেশনের কাজে নিয়োজিত থাকবেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবারের মিশনের কমান্ডার হলেন জিং হাইপেং। মহাকাশে এটি তার চতুর্থ যাত্রা। তৃতীয় ক্রু সদস্য হলেন প্রকৌশলী ঝু ইয়াংঝু।

আরও পড়ুন>কানাডায় দাবানল: এবার পূর্বাঞ্চলীয় এক শহরে জরুরি অবস্থা জারি

চীন গত বছর স্থায়ী মহাকাশ স্টেশন তিয়ানগং এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। টি-আকৃতির তিয়ানগং-এর চূড়ান্ত মডিউল গত নভেম্বর মাসে মূল কাঠামোর সঙ্গে সফলভাবে যুক্ত করে।

Advertisement

এমএসএম