লাইফস্টাইল

স্বামীর কাছ থেকে প্রতিদিন যে কথা শুনতে চায় স্ত্রী

দাম্পত্য সম্পর্ক টিকে থাকে নারী-পুরুষের এক অন্যের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তি করে। সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই অবদান রাখা উচিত।

Advertisement

তবে দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে ও স্ত্রীকে খুশি করতে প্রত্যেক পুরুষেরই কিছু কথা নিয়মিত বলা উচিত স্ত্রীকে। আর নারীরাও মনে মনে স্বামীর মুখ থেকে এসব কথা শুনতে চান। চলুন তবে জেনে নেওয়া যাক স্বামী কোন কথাগুলো স্ত্রীকে খুশি ও সুখী করে তোলে-

আরও পড়ুন: পুরুষরা কেন নারীদের মতো আবেগ প্রকাশ করতে পারে না?

আমি তোমাকে ভালোবাসি

Advertisement

মাত্র তিন শব্দের এই বাক্যটি দিয়েই কিন্তু আপনি স্ত্রীর মন ভালো করে দিতে পারেন। ভালোবাসা প্রকাশে প্রতিদিন স্ত্রীকে ‘আই লাভ ইউ’ বলুন। এতে স্ত্রীরও মন ভালো থাকবে আবার স্বামীর প্রতি ভালোবাসাও বাড়বে।

তুমি সুন্দর

স্ত্রীর প্রশংসা হয়তো অনেক স্বামীই মুখ ফুটে করেন না। তবে সব পুরুষেরই উচিত তার প্রিয়জনের প্রশংসা করা। এতে স্ত্রী অনেক খুশি হবেন। নারীরাও মনে মনে প্রিয় পুরুষের মুখ থেকে নিজের প্রশংসার কথা শুনতে ব্যাকুল থাকেন।

আরও পড়ুন: প্রেমে জড়াতে চান না বেশিরভাগ পুরুষই, বলছে গবেষণা

Advertisement

ধন্যবাদ

সংসারে স্বামী-স্ত্রী দুজনেরই অবদান রাখা জরুরি। তবে নারীরা একটু বেশিই সংসারের প্রতি দায়িত্বশীল হন। এ কারণে সংসারের প্রতি স্ত্রীর অবদানকে কখনো ছোট করে দেখবেন না।

সংসারের ছোটখাট কাজ করার পর স্ত্রীকে ধন্যবাদ দিন ও তার প্রশংসা করুন। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মানসিকতা অনেক পুরুষের মধ্যেই নেই! তবে এই অভ্যাস রপ্ত করলে দাম্পত্য কলহ অনেকটা হলেও কমবে।

তোমাকে নিয়ে আমি গর্বিত

স্ত্রীর কোনো কাজ বা মতামতকে কখনো ছোট করে দেখা উচিত নয়। স্ত্রীর সাফল্যে তাকে নিয়ে গর্বিতবোধ করার মানিসকতা অর্জন করা উচিত সব পুরুষেরই। নারীরা মনে মনে তার সঙ্গীর কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পাওয়ার আশা করেন।

আরও পড়ুন: বিবাহিত পুরুষরা কেন অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্ট হন?

আজকের দিনটি কেমন কাটলো?

দিনশেষে ঘরে ফিরে স্ত্রীকে জিজ্ঞাসা করুন এই প্রশ্ন। হয়তো আপনি সারাদিন বাইরে অনেক পরিশ্রম করেন, তবে অনেক স্ত্রী কিন্তু ঘরে-বাইরে দুই জায়গা সামলাই। তাই স্ত্রীর প্রতি আপনি যে যত্নশীল তা বোঝাতে জিজ্ঞাসা করুন তার দিনটি কেমন কেটেছে।

আমি তোমাকে বিশ্বাস করি

স্ত্রীর প্রতি নিজের বিশ্বস্ততা প্রকাশে দিনের বিভিন্ন সময়ে কথা প্রসঙ্গে এ বিষয়টি তাকে জানান। স্ত্রীর যে কোনো সিদ্ধান্তের উপর যদি পুরুষ সঙ্গী আস্থা রাখেন তাহলে নারীরা খুবই খুশি হন।

আরও পড়ুন: নারীদের যে ৩ কাজ একেবারেই পছন্দ করেন না পুরুষরা

আমি তোমার পাশে আছি

যে কোনো পরিস্থিতিতে স্ত্রীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন। তাহলে জীবনের যে কোনো পরিস্থিতির কথা স্ত্রী আপনাকে জানাতে ইচ্ছুক হবেন, আপনাকে কখনো ভয় পাবেন না। স্ত্রীর ভালো বন্ধু হওয়ার চেষ্টা করা উচিত সব পুরুষেরই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জেআইএম