স্মার্টফোনের চার্জারের গায়ে বিভিন্ন লেখা এবং চিহ্ন দেখা যায়। অনেকেই অর্থ না বোঝার কারণে এগুলো এড়িয়ে যান। আবার অনেকে আছেন কি লেখা তা খেয়ালই করেন না।
Advertisement
এই চিহ্নগুলোর কিন্তু অর্থ আছে। তা না জানার কারণে অনেক ভুল করেন। চার্জারের ব্যবহার ও সতর্কতামূলক তথ্য লুকিয়ে থাকে এই চিহ্নগুলোর মধ্যে। চলুন জেনে নেওয়া যাক কোন চিহ্নর অর্থ কী-
আইএসআইইসি প্রতীকএটি একটি আদর্শ প্রতীক যা থেকে বোঝা যায় যে আপনার চার্জারটি কেন্দ্রে সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং তারপর এটি সাধারণ ব্যবহারের জন্য উপলব্ধ করা হয়েছে।
ডবল বর্গাকার চিহ্নএটি ডবল ইনসুলেটেডের প্রতীক। এর অর্থ হলো চার্জারের ভেতরে থাকা তারগুলো ভালোভাবে প্রলেপযুক্ত। আর তাই চার্জার থেকে বৈদ্যুতিক শক পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু চার্জারে যদি এই চিহ্ন না থাকে, তাহলে বৈদ্যুতিক শক পাওয়ার ঝুঁকিও বেড়ে যায়। তাই এটার দিকে লক্ষ্য রাখতে হবে।
Advertisement
আরও পড়ুন: পাসওয়ার্ডের বাংলা অর্থ কী?
ইংরাজি ‘ভি’ (V) চিহ্নএটি আসলে ইংরাজি ‘V’ অক্ষর নয়। এটা আসলে রোমান ভাষায় লেখা প্রতীক, যার অর্থ হল ৫। এই প্রতীকটি আদতে চার্জারের পাওয়ার লেভেলের এফিশিয়েন্সি চিহ্নিত করে। আর সেখানে এই ‘V’ একটি মানদণ্ড। তবে লোকাল চার্জারের ক্ষেত্রে এই ধরনের প্রতীক চোখে পড়বে না।
হোম সাইন বা হোম চিহ্নচার্জারের উপর ঘরবাড়ির মতো চিহ্ন আঁকা থাকে। এটাই হোম সাইন। কিন্তু এর অর্থ কী। এর অর্থ হচ্ছে, এটি শুধুমাত্র বাড়িতেই ব্যবহার করা যাবে। যেখানে ২২০ ভোল্টের যথাযথ পাওয়ার সাপ্লাই রয়েছে। যা কিছু কম অথবা কিছু বেশি হওয়া উচিত নয়। সরাসরি সূর্যের আলোয় এটা ব্যবহার করা যাবে না। এতে চার্জার ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ডাস্টবিন সাইনলক্ষ্য করলে দেখা যাবে যে, এই ডাস্টবিন চিহ্নটি সব ধরনের বৈদ্যুতিক পণ্যেই সাধারণত থাকে। এর অর্থ হল এই পণ্যকে কখনওই ডাস্টবিনে ফেলা উচিত নয়। তার পরিবর্তে বরং এটি সঠিক জায়গায় দেওয়া উচিত, যেখানে এটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে।
Advertisement
কেএসকে/জিকেএস