আন্তর্জাতিক

প্রবাসীদের ভোটেও চমক দেখিয়েছেন এরদোয়ান

তুরস্কের দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এতে দেশের পাশাপাশি প্রবাসীদের (তুরস্কের যেসব নাগরিক অন্য দেশে থাকে) ভোটেও চমক দেখিয়েছেন তিনি। এই নির্বাচনে ৫৯ শতাংশ প্রবাসীর ভোট পেয়েছেন তিনি।

Advertisement

অন্যদিকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগলু পেয়েছেন ৪০ দশমিক ৯ শতাংশ প্রবাসীর ভোট ।

আরও পড়ুন>বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন এরদোয়ান

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের হিসাব অনুযায়ী, দেশটির প্রায় সাড়ে তিন মিলিয়ন ভোট দেওয়ার যোগ্য প্রবাসীর মধ্যে এক দশমিক নয় মিলিয়ন ভোট দিয়েছে।

Advertisement

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগলুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট।

আরও পড়ুন>রাশিয়ার বিমান হামলায় পুড়ছে কিয়েভ

নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা এরদোয়ান মোট ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কেমাল পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।

রোববার (২৮ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ১১টার পর ডেইলি সাবহার লাইভ প্রতিবেদনে দেখানো হয়, দেশটিতে মোট ভোটার ৬ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৫ কোটি ২৪ লাখ ৭১ হাজার ২৯ জন। যেখানে ভোটার উপস্থিতির হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। ৫ কোটি ১৮ লাখ ৮ হাজার ৬৯০টি ভোট বৈধ এবং ৬ লাখ ৬২ হাজার ২৩৯টি ভোট অবৈধ বলে গণ্য করা হয়েছে।

Advertisement

সূত্র: ডেইলি সাবাহ

এমএসএম