বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ঢাকা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন। রোববার (২৮ মে) সন্ধ্যায় কলকাতাগামী ট্রেনটিতে আগুন লাগার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
জানা গেছে, বন্ধন এক্সপ্রেস কলকাতার দিকে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেশনের কাছে পৌঁছালে হালকা ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। এতে চালক ট্রেনটি হাবরা স্টেশনে থামিয়ে দেন। তখন কামরার নিচ থেকে আগুনের ফুলকি ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মূলত ট্রেনের পেছন দিকে থাকা ব্রেক বাইন্ডিংয়ের কারণেই এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী মিহিরচাঁদ রায়চৌধুরী বলেন, দেখতে পেলাম ট্রেনটি খুব ধীরে ধীরে হাবরা স্টেশনে এসে দাঁড়ালো। পেছনে যে ইঞ্জিন বগিটি রয়েছে, সেটির নিচ দিয়ে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। পরে আগুন নেভানো হয়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট ট্রেনটি হাবরা স্টেশনে ছিল। পরে এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, রোববার সন্ধ্যায় ঢাকা-কলকাতা বন্ধন এক্সপ্রেসে সামান্য সমস্যা দেখা দেয়। কামরার নিচ থেকে ধোঁয়াও দেখা যায়। ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন হাবরা স্টেশনে। পেছনের দিকে ব্রেক বাইন্ডিং হয়েছিল, যে কারণে আগুনের ফুলকি দেখা যায়।
Advertisement
তিনি আরও বলেন, আমাদের রেলওয়েকর্মীরা ট্রেনটির ব্রেক মেরামত করেছেন। ট্রেনটি ১০ মিনিট দাঁড়িয়ে থাকলেও নির্দিষ্ট সময়ে কলকাতা স্টেশনে পৌঁছে।
ডিডি/এমকেআর/