ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অটোরিকশার চালককে হত্যার ঘটনায় ময়নাল (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর সেবক কলোনি হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ময়নাল উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে।
ঈশ্বরগঞ্জ মডেল থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ মে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের আবু সাইদের ছেলে সোহেল মিয়া (১৭) অটোরিকশা চালাচ্ছিলেন। ঘটনার দিন গ্রেফতার ময়নাল সরিষা বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। সোহেল অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় ময়নালের শরীরে ধাক্কা লাগে। ময়নাল ক্ষিপ্ত হয়ে সোহেলকে কষে চড় মারেন। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান।
Advertisement
এ ঘটনার পর ওইদিনই নিহত সোহেলের বাবা আবু সাইদ ঈশ্বরগঞ্জ থানায় ময়নালকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকে ময়নাল পলাতক ছিলেন।
ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ময়নাল থানা হাজতে আছে। সোমবার (২৯ মে) তাকে আদালতে পাঠানো হবে।
মঞ্জুরুল ইসলাম/এমকেআর
Advertisement