রাজধানীতে ৪ বন্ধু মিলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মো. তামজিদ আহমেদ (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৮মে) বিকেল পৌনে ৬টার দিকে দিকে খিলগাঁওয়ের আফতাবনগরে একটি ডোবায় এ ঘটনা ঘটে।
Advertisement
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তামজিদের বন্ধু শহীদ হাবিবুল্লাহ জানান, তারা চার বন্ধু মিলে খিলগাঁওয়ের আফতাবনগর শান্তিবাগ গুলবাগ চায়না প্রজেক্টের পাশে ডোবায় গোসল করার সময় মো. তামজিদ আহমেদ পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তামজীদ পানি থেকে ভেসে ওঠে। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তামজিদ টাঙ্গাইল জেলার মো. শফিক তপুর সন্তান। তিনি মালিবাগের গুলবাগ এলাকায় থাকতেন। তামজিদ মগবাজার (বিআইএএম) কলেজের একাদশের শিক্ষার্থী ছিল।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আল আমিন/এমআইএইচএস/জিকেএস