খেলাধুলা

এবার সত্যিই অবসর রাইডুর, বললেন- আর ‘ইউটার্ন’ নয়

এবারের আসরের ফাইনাল খেলেই আইপিএল থেকে অবসর নেবেন, ঘোষণা দিলেন আম্বাতি রাইডু। আজ (রোববার) গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচটিই শেষ, জানিয়েছেন ভারতীয় এই ব্যাটার।

Advertisement

রাইডুর হুটহাট অবসর ঘোষণা আর ফিরে আসা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০২২ আইপিএল চলার সময় এক টুইট করে বলেছিলেন, সেই আসরটিই শেষ। পরে আবার সেই টুইট ডিলিট করে দেন রাইডু।

তার আগে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ না পেয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন রাইডু। পরে আবার সিদ্ধান্ত বদলে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ফেরেন। তবে এবার আর সিদ্ধান্ত বদলাবে না, নিজেই এমন কথা বলেছেন রাইডু।

রাইডু তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘দু'টি বড় দল এমআই (মুম্বাই) এবং সিএসকে (চেন্নাই), ২০৪টি ম্যাচ, ১৪ সিজন, ১১টি প্লে অফের ম্যাচ, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি। আশা করি আজ রাতেই হবে ষষ্ঠতম। এটা দারুণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আজকের (রবিবার) রাতের ফাইনাল ম্যাচই হবে আইপিএলে আমার শেষ খেলা। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টে খেলাটা উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। নো ইউ টার্ন।’

Advertisement

২০১৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসে খেলছেন রাইডু। ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে এবার তার মৌসুমটি ভালো কাটেনি। ১১ ইনিংসে করেছেন ১৩৯ রান। বেশিরভাগ ম্যাচেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে।

এর আগে ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। দুই দলের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন রাইডু। আইপিএলে সবচেয়ে সফল ক্রিকেটারদের মধ্যে তিনি আছেন দ্বিতীয় নম্বরে। কেবল রোহিত শর্মা ক্রিকেটার হিসেবে তার চেয়ে বেশি (ছয়বার) আইপিএল ট্রফি জিতেছেন।

এমএমআর/জিকেএস

Advertisement