দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। সোমবার (২৯ মে) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ। চলবে আগামী ৩১ তারিখ পর্যন্ত।
Advertisement
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, সাবাস বাংলাদেশ চত্বর, টুকিটাকি চত্বর, ইবলিস চত্বর, পশ্চিম পাড়াখ্যাত মেয়েদের হলগুলোর সামনে ক্রমশই বাড়ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণা। তারা সবাই ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করার জন্য বিকেলে হাটতে বের হন।
এছাড়া হলগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা ঠাঁই নিচ্ছে রাবির হলগুলোতে। রাস্তায় রিকশা-অটোরিকশা চালকদের ব্যস্ততা উপেক্ষা করে অধিকাংশ শিক্ষার্থী বেরিয়েছে তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, সাবাস বাংলা চত্বর, বধ্যভূমি, বুদ্ধিজীবী চত্বর, প্যারিস রোডসহ অন্যান্য দর্শনীয় স্থান সমূহে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় যেন নজর কাড়ার মতো। ক্যাম্পাসের এ জায়গাগুলোতে সবাই ব্যস্ত নিজেদের মত। ক্যাম্পাসের ১১টি একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
আরও পড়ুন: ক্যাম্পাসে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
Advertisement
নেত্রকোনা থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন ইয়াসিন আরাফাত। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক বড় আশা নিয়ে রাবিতে এসেছি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। ক্যাম্পাসে এসেই মনটা ভরে গেল। এতো সুন্দর ক্যাম্পাস জীবনে প্রথম দেখলাম। খুব সাজানো-গোছানো ক্যাম্পাস। এছাড়া অভ্যন্তরীণ রাস্তাগুলো সত্যিই দেখার মতো। মোট কথা উচ্চশিক্ষার জন্য যেমন পরিবেশ প্রয়োজন রাবিতে তার সবই আছে।
ক্যাম্পাসের পশ্চিমপাড়া এলাকায় কথা হয় দিনাজপুর থেকে পরীক্ষা দিতে আসা দিলরুবার সাথে। তিনি বলেন, ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগছে। ক্যাম্পাসের পরিবেশটা অনেক সুন্দর। এখানে এসে বড় ভাই আপুদের সহযোগিতায় আমরা মুগ্ধ। আমাদের সঙ্গে বড় ভাই-বোনের মত আচরণ করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ যে কোনো অঘটন ঘটনা রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে। পুলিশ, গোয়েন্দা, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস
Advertisement