তুরস্কে দ্বিতীয় ধাপে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। রোববার (২৮ মে) তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলার কথা বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে ইস্তাম্বুলে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিলিচদারগলু ভোট দিয়েছেন আঙ্কারায়।
Advertisement
এদিকে ইস্তাম্বুলে এরদোয়ানের সমর্থকরা তৃতীয় মেয়াদে তার জয় নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী।
আরও পড়ুন>তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে চূড়ান্ত ভোটগ্রহণ
মুরাত সার্ক নামের একজন জানিয়েছেন, এরদোয়ান প্রথম ধাপে সবাইকে অবাক করে দিয়েছেন। আমি মনে করি এবার তিনি সহজেই ৫৫ শতাংশের বেশি ভোট নিয়ে জয়ী হবেন।
Advertisement
ভোট দেওয়ার পর ৪৫ বছর বয়সী এই ব্যক্তি বলেন, আমাদের এমন একজন নেতা দরকার যিনি বর্তমান অর্থনৈতিক অবস্থাকে দূর করবে। এরদোয়ান একমাত্র নেতা যিনি বিশ্ব মঞ্চে তুরস্কের প্রতিনিধিত্ব করতে পারেন এবং আমাদের স্বার্থ দেখাতে পারেন।
আরও পড়ুন> তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন: বাড়ি থেকে ভোট দিচ্ছেন অসুস্থরা
প্রথম রাউন্ডে ৮৭ শতাংশ ভোটার উপস্থিতির কথা উল্লেখ করে সার্ক বলেন, তুরস্ক বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ।
তুরস্কে প্রথম ধাপে নির্বাচন হয়েছে ১৪ মে। কিন্তু তখন কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেনি। তাই দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রোববার (২৮ মে)।
Advertisement
এমএসএম