দেশজুড়ে

ড্রেনে মিললো মানুষের খণ্ডিত পা

ময়মনসিংহে একটি ড্রেন থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে মহানগরীর পলিটেকনিক মসজিদ এলাকায় একটি ড্রেন থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।

Advertisement

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে জানতে পারি, পলিটেকনিক মসজিদ এলাকায় ড্রেনে মানুষর খণ্ডিত পা ভাসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা উদ্ধার করে। এটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি কামাল আকন্দ আরও বলেন, খণ্ডিত পা-টি অনেক দিন আগের। এটি পচেগলে গেছে। ধারণা করা হচ্ছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে পা ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।

Advertisement

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম