রাজধানীর শাহবাগ এলাকায় ১৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- শেখ আক্কাস, মো. তুহিন ও আব্দুল মোন্নাফ।
Advertisement
রোববার (২৮ মে) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহম্মদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে শাহবাগ থানার তোপখানা রোড এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আক্কাস, তুহিন ও আব্দুল মোন্নাফকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জেএ/ইএ/জেআইএম
Advertisement