আন্তর্জাতিক

ডলার ঘাটতিতে দুর্বল হচ্ছে পাকিস্তানি রুপি

অর্থনৈতিক টালমাটাল অবস্থার কারণে পাকিস্তানে ডলার সংকট প্রকট আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা ক্রমেই দুর্বল হচ্ছে। জানা গেছে, আগামী সপ্তাহে দেশটির মুদ্রা খোলাবাজারে আরও দুর্বল হবে। তবে আশা করা হচ্ছে আন্তঃব্যাংক বাণিজ্যে সীমার মধ্যেই থাকবে। খবর জিও নিউজের।

Advertisement

বিদায়ী সপ্তাহে আন্তঃব্যাংক বাণিজ্যে পাকিস্তানি রুপির ব্যাপক উত্থান-পতন হয়েছে। সপ্তাহে শেষে এটি ২৮৫ দশমিক ১৫ রুপিতে চলে আসে।

আরও পড়ুন>ইমরান অযোগ্য ঘোষিত হলে পিটিআই’র নেতৃত্বে কোরেশি

প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেক দিনই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে। কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

Advertisement

এমন পরিস্থিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফান্ড পেতে মরিয়ে হয়ে উঠেছে পাকিস্তান সরকার। তবে এই সুযোগ প্রতিনিয়তই কমে আসছে।

এর আগে শুক্রবার পাকিস্তানের মুদ্রা ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয়। খোলাবাজারে পাকিস্তানি রুপির মূল্য দাঁড়িয়েছিল ৩১০ রুপি।

আরও পড়ুন> তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন: বাড়ি থেকে ভোট দিচ্ছেন অসুস্থরা

খোলা ও আন্তঃব্যাংকবাজারের মধ্যে বিনিময় হারের পার্থক্য প্রায় ২৫ রুপিতে পৌঁছেছে। তাই অনেক পাকিস্তানি প্রবাসী অবৈধ পথে দেশে টাকা পাঠাচ্ছে।

Advertisement

১৯ মে শেষ হওয়া সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০৬ মিলিয়ন ডলার কমে ৯ দশমিক সাত বিলিয়ন ডলার দাঁড়ায়। তাছাড়া পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ১১৯ মিলিয়ন ডলার কমে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার হয়।

এমএসএম