রাজনীতি

‘মার্কিন ভিসানীতি সরকারের অপকর্মের ফসল’

মার্কিন ভিসানীতি সরকারের অপকর্মের ফসল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

Advertisement

রোববার (২৮ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে জনগণের সরকার না থাকায় দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মেহনতি মানুষ দিশেহারা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে তারা চোখে সরষেফুল দেখছে। নিত্যপণ্যের বাজারে আগুন জ্বলছে। সাধারণ মানুষ পুড়ে ছারখার হচ্ছে, তা দেখার কেউ নেই। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের মিল নেই। বেতন না বাড়লেও দ্রব্যমূল্য আকাশচুম্বী। দফায় দফায় চাল, ডাল, তেল, পিয়াজ, চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে।

আরও পড়ুন>> ভিসানীতি নিয়ে শেখ হাসিনার মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের

Advertisement

ইরান বলেন, দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দেশে আজ ভয়াবহ সংকট তৌরি হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি-লুটপাটের দায় জনগণের কাঁধে চাপিয়ে দিতে দফায় দফায় দাম বৃদ্ধি করছে। ব্যবসায়ীরা সরকারের প্রশ্রয়ে খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। দেশের বাইরে টাকা পাচারের চাঞ্চল্যকর খবর প্রকাশ হলেও অভিযুক্তরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। টাকা পাচার, ব্যয়বহুল মেগা প্রকল্প, আর দুর্নীতির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে আর তার দায় চাপানো হচ্ছে জনগণের কাঁধে।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের কথা বলে নানা বাহবা নেওয়া হলেও আজ সারাদেশে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন দুর্বিসহ। বিদ্যুৎকেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল নেই। তিনি এ পরিস্থিতি বদলাতে ব্যবসায়ী তোষণকারী ফ্যাসিবাদী সরকার হটাতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন>> যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

লেবার পার্টির ঢাকা দক্ষিণের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির মহাসচিব লায়ন ফারুক রহমান, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুইঁ, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম-মহাসচিব হুমাউন কবির, আবদুর রহমান খোকন, অর্থ সম্পাদক রাসেল সিকদার লিটন, প্রচার সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা নাছিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য রুম্মান সিকদার, সাবিনা ইয়াসমিন, ছাত্রবিষয়ক সম্পাদক সৈকত হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি শুভ আহমেদ ও অর্থসম্পাদক সাইফুল প্রমুখ।

Advertisement

এসময় গ্যাসের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধের দাবিতে আগামী ৫ জুন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে দলটি।

কেএইচ/ইএ/জেআইএম