জাতীয়

লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারকে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৮ মে) দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

Advertisement

রাষ্ট্রপতির সঙ্গে মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের বৈঠক শেষে প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতসমূহ লিবিয়ার বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার আহ্বানও জানান।

এ সময় লিবিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির একটি সম্ভাবনাময় গন্তব্য বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি লিবিয়ায় বাংলাদেশের জনশক্তি ও বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশনা দেন।

রাষ্ট্রপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন সেখানে।

Advertisement

এসএনআর/জেআইএম