সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ মে) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাচ্ছে বিমা খাতের প্রতিষ্ঠানগুলো। এতে মূল্যসূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে লেনদেনে বেশ ভালো গতি রয়েছে।
Advertisement
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৫৭টি বিমা কোম্পানির মধ্যে প্রথম আধাঘণ্টার লেনদেনে ৪৯টির শেয়ার দাম বেড়েছে। বিমা কোম্পানিগুলোর শেয়ার দাম এভাবে বাড়ায় অন্য খাতেও ইতিবাচক প্রভাব পড়েছে।
ফলে প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ১৮ পয়েন্ট। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৫০ শতাংশের বেশি প্রতিষ্ঠান। লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। এ বাজারটিতেও লেনদেনে ভালো গতি রয়েছে।
Advertisement
আরও পড়ুন>> ৩৪ দিনে শেয়ারপ্রতি বেড়েছে ১৭.৪ টাকা, ডিএসই’র সতর্কতা
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে শেয়ার দাম বাড়ার ক্ষেত্রে নেতৃত্ব দেয় বিমা খাত। প্রথম আধাঘণ্টার লেনদেনজুড়েই বিমাখাতের দাম বাড়ার দাপট অব্যাহত থাকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৩৬ মিনিটে ডিএসইতে সব খাত মিলিয়ে ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩২টির। আর ১১০টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা কোম্পানি রয়েছে ৪৯টি।
এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ২ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৩ কোটি ৫২ লাখ টাকা।
Advertisement
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে দুই কোটি ৩৪ লাখ টাকার। লেনদেন অংশ নেওয়া ৭৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১২টির। অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দাম।
এমএএস/এএএইচ/এমএস