ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পাখি শিকারের সময় বজ্রপাতে নয়ন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (২৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার জুগলি ইউনিয়নের রান্ধুনিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন ওই এলাকার মো. কালাম মিয়ার নাতি। তার বাবার নাম রাসেল মিয়া।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, বিকেলে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজে ভিজে নয়ন ফাঁদ নিয়ে পাখি শিকার করতে যায়। এ সময় বজ্রপাতে নয়ন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় টের পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয় যায়। নয়নের কোমরের নিচের অংশে পুড়ে যাওয়ার চিহ্ন আছে।
তিনি আরও বলেন, নয়নের মা নাজমা খাতুন ঢাকা গার্মেন্টসে চাকরি করতেন। সেখানেই চাকরি করা অবস্থায় রাজশাহীর রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে নয়ন মিয়ার জন্ম হয়। জন্মের কিছুদিন পর নয়নের বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে নয়ন তার নানাবাড়িতে বসবাস করে আসছিল।
Advertisement
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার পাল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঞ্জুরুল ইসলাম/এসজে