দেশজুড়ে

ভোট দেওয়ার আগে বিবেকের সঙ্গে আলোচনা করুন: তালুকদার খালেক

নগরীর উন্নয়নে যারা কাজ করতে পারবেন তাদেরকেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক।

Advertisement

শনিবার (২৭ মে) সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে। প্রচারণা কমিটির সভাপতি ও খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

সভায় নগরবাসীর উদ্দেশ্যে খালেক বলেন, আগামী ১২ জুন আপনারা ভোটকেন্দ্রে আসুন। সকালে গিয়েই ভোট দেবেন। ভোট দেওয়ার আগে বিবেকের সঙ্গে আলোচনা করুন। খুলনার উন্নয়নে যারা কাজ করতে পারবে তাদেরকেই ভোট দেবেন।

Advertisement

তিনি বলেন, আমি নির্বাচিত হলে খুলনাকে তিলোত্তমা নগরীর পাশাপাশি স্মার্ট খুলনা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি। খুলনার উন্নয়নে যেসব কাজ চলমান তা শেষ করার জন্য আমাকে ভোট দেবেন।

সভায় মেয়রপ্রার্থী খালেক বলেন, আমি ৪২ বছর ধরে কমিশনার, মেয়র, এমপি ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালের নির্বাচনে জয় লাভের পর থেকে গত পাঁচ বছরে খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুই হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এরমধ্যে ৮৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য। এই টাকা ব্যয় হচ্ছে নগরীর ২৫০টির বেশি ড্রেনের উন্নয়নে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী যে অর্থ আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন তা আমরা ব্যয় করতে পারিনি। কারণ পাঁচ বছরের মধ্যে দুই বছরের বেশি সময় চলে গেছে করোনার মধ্যে। ফলে ড্রেনেজ ব্যবস্থার কাজ এখনো সমাপ্ত হয়নি। ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হলেই নগরীর সড়ক উন্নয়নের কাজ শুরু হবে। তখন খুলনা আসলেই তিলোত্তমা নগরীতে পরিণত হবে।

নগরীর সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, নগরীতে কাজ করে খুলনা ওয়াসা, টিএ-টি, কেডিএ, সওজ, বিদ্যুৎ বিভাগ। কিন্তু কোনো দপ্তরের সঙ্গে অন্য দপ্তরের সমন্বয় নেই। ওয়াসা কর্তৃপক্ষ ভালো সড়ক খুঁড়ে কাজ করছে। বিদ্যুৎ বিভাগ, টিএ-টি, যখন তখন এসে সড়ক খোঁড়ার অনুমোদন চেয়েছে। আমি যদি অনুমোদন না দিতাম তাহলে খুলনার উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়ে যেত। খুলনার উন্নয়নের স্বার্থে আরও কিছুদিন একটু দুর্ভোগ পেতে হবে নগরবাসীকে। কাজ শেষ হয়ে গেলে আপনারা ঝকঝকে একটি খুলনা শহর উপহার পাবেন।

Advertisement

মতবিনিময় সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, খুলনা সংবাদ পত্রপরিষদের সভাপতি মোহাম্মদ সনি, স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির সদস্য সচিব ফারুক আহমেদ, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সদস্য সচিব এস এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

আলমগীর হান্নান/এমআরআর/জেআইএম