লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে ভুয়া চিকিৎসক মো. মোসলেমকে (৫৮) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি রেজিস্ট্রেশনবিহীন মিস ব্র্যান্ডেড ওষুধ বিক্রি ও ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন।
Advertisement
শনিবার (২৭ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোসলেমকে কারাদণ্ড দেন। এসময় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মোসলেম ভোলার লালমোহন থানার রমাগঞ্জ গ্রামের হেকিম বাড়ির মোবারক আলীর ছেলে। তাকে রামগতি থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মোসলেম আলেকজান্ডার বাজারে একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন বসবাস করছেন। তিনি বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছেন। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুয়া চিকিৎসা প্রদানসহ রেজিস্ট্রেশনবিহীন মিস ব্র্যান্ডেড ওষুধ বিক্রি করায় তাকে সাজা দেওয়া হয়।
Advertisement
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবাসিক হোটেলে থেকে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন। তার কাছে থাকা ওষুধগুলোও রেজিস্ট্রেশনবিহীন মিসব্র্যান্ডেড। তাকে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এফএ/এএসএম