সাহিত্য

ফেরদৌস জান্নাতুলের দুটি কবিতা

মঞ্চ

Advertisement

কাজল গলে গেলো,অতঃপর চোখটি ফাঁকা হলে দৃষ্টি মঞ্চ পেলো।

কাচরঙা বদ্ধ ঠোঁট দুটি কথা হারালেআমাদের কণ্ঠকুটুম গুটি পায়ে অবরোধে এলো।

ঘন বিজলীর রাতবেসুরো ব্যাঙ ডাকা খোলা মাঠবৃষ্টির লাগামহীন দৃষ্টি অবরোধ তাঁবুতে।

Advertisement

****

খেয়াল

আদি মগজ আমারযা একটি স্যুটকেসে ভরে পৌঁছে দিয়েছিল বসন্ত বাতাসসে বাতাসেই আমার বাস।নাভিমুখের কাছাকাছি যে আঁতুড়ঘর তার পাশেই পরেছিল আম্রমুকুলসে মুকুল পরিণত ফল হলে প্লাবিত হয় পূর্ণ জ্যোৎস্নাযে জ্যোৎস্নালোকে জাবর কাটে চঞ্চলতা।

এসইউ/এএসএম

Advertisement