পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তার স্ত্রী বুশরা বিবিসহ দলের অসংখ্যা নেতা। যদিও এ ঘটনার পর সরকারকে ধন্যবাদ দিয়ে ইমরান বলেছেন, বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। খরব জিও নিউজের।
Advertisement
আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেফতারের পর গত ৯ মে পাকিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআইকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সে সময় সেনাবাহিনীর বেশ কিছু স্থাপনায় ভাঙচুর চালানো হয়। মূলত এ ঘটনার জেরেই তাদের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আরও পড়ুন>ইমরান খানসহ ৮০ পিটিআই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা
পিটিআই প্রধান এক টুইট বার্তায় জানিয়েছেন, আমার নাম নিষেধাজ্ঞার তালিকায় রাখায় আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।
Advertisement
বৃহস্পতিবার (২৫ মে) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন>ইমরানের দলকে নিষিদ্ধের চিন্তা করছে পাকিস্তান সরকার
আতাউল্লাহ বলেন, ইমরান খান ও বুশরা ছাড়া পিটিআই নেতাদের মধ্যে এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আসাদ উমার, মালিকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল।
তিনি আরও বলেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, তালিকায় নাম থাকা ব্যক্তিরা কোনোভাবেই পাকিস্তান ত্যাগের অনুমতি পাবেন না।
Advertisement
এমএসএম