লাউপাতা খেতে কে না পছন্দ করেন। এর ভর্তা ও ভাজি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ সুস্বাদু। তবে বেশিরভাগ মানুষই লাউপাতা ভর্তা করেন শুধু সেদ্ধ করে পেঁয়াজ, মরিচ ও লবণ একসঙ্গে ম্যাশ করে।
Advertisement
তবে চাইলে এই একঘেয়েমি লাউপাতার ভর্তা এবার একটু ভিন্নভাবে করতে পারেন। রইলো রেসিপি-
আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে পাতে রাখুন ‘ভাপা মাগুর মাছ’
উপকরণ
Advertisement
১. লাউপাতা২. সরিষার তেল৩. পেঁয়াজ কুচি ৪. রসুন কুচি৫. কাঁচা মরিচ বা শুকনো লাল মরিচ ৬. লবণ৭. সাদা সরিষা ও৮. ধনেপাতা কুচি।
সবই পরিমাণমতো নিতে হবে।
পদ্ধতি ডাটা ছাড়া লাউ শাক কেটে ধুয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ/শুকনো লাল মরিচ ও সাদা সরিষা (সব একসঙ্গে) অল্প তেলে হালকা ভেজে নিন।
আরও পড়ুন: ছুটির দিনে পাতে রাখুন দই পটল
Advertisement
তারপর সেদ্ধ শাক দিয়ে অল্প সময় নেড়ে ভেজে নিতে হবে। এবার ভেজে নেওয়া শাক ও মসলার সঙ্গে লবণ ও ধনেপাতা কুচি মিশিয়ে পাটায় মিহি করে বেটে নিন।
বাটা হয়ে গেলে এর সঙ্গে পরিমাণমতো তেল দিয়ে হালকা হাতে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সরিষা দিয়ে লাউ পাতার ভর্তা।
রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন
জেএমএস/এমএস