দেশজুড়ে

জায়েদা খাতুনের বাসার সামনে কর্মী-সমর্থকদের ভিড় বাড়ছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিক বেসরকারি ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে থাকার খবরে তার বাসভবনের সামনে কর্মী ও সমর্থকদের ভিড় বাড়ছে। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সাবেক মেয়র ও জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমের সমর্থকরা দলে দলে মিছিল নিয়ে এসে ভিড় করছেন। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

Advertisement

অন্যদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বিরাজ করছে সুনসান নীরবতা। সামান্য কিছু কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। সিনিয়র কোন নেতাকে কার্যালয়ে দেখা যায়নি।

এদিকে, ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৩০টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ১টার দিকে এ ফল জানানো হয়। এতে দেখা যায়, নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২ হাজার ২৫ ভোট। আর টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৭৩ ভোট।

আমিনুল ইসলাম/এসআর/এএইচ/জেআইএম

Advertisement