দেশজুড়ে

ভুয়া চক্ষু চিকিৎসককে লাখ টাকা জরিমানা

পাবনার চাটমোহরে চক্ষু চিকিৎসক পরিচয়ে প্রতারণাকারী এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আাদালত।

Advertisement

বৃহস্পতিবার(২৫ মে) দুুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তানজিল হোসেন (৩৫)। তিনি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুয়া পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন তানজিল হোসেন। তিনি চোখের রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে চশমা বিক্রি করতেন। তিনি পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় ‘মা চশমা ঘর’ নামে একটি দোকানও পরিচালনা করতেন। বিষয়টি জানার পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন বৃহস্পতিবার দুপুরে মা চশমা ঘরে অভিযান চালানে। এসময় তানজিল হোসেন প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Advertisement

প্রতারণা করায় তানজিল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তানজিল হোসেন জরিমানা পরিশোধ করেন এবং প্রতারণা করবেন না বলে মুচলেকা দেন।

আমিন ইসলাম জুয়েল/এসআর/জেআইএম