চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় অবৈধ দখলমুক্ত করে উদ্ধার করা হয়েছে রেলওয়ের ২০ কোটি টাকার সম্পত্তি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিটি কলেজ সংলগ্ন রেলওয়ের ভূমিতে এ অভিযান চলে।
Advertisement
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের স্টেট অফিসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও সিএমপির একটি টিম সহযোগিতা দেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, দীর্ঘদিন থেকে কিছু অসাধু ব্যবসায়ী রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল। সরকারি এসব সম্পত্তি উদ্ধারের জেলা প্রশাসনের সহযোগিতা চায় রেলওয়ে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ শতক মূল্যবান জমি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমআইএইচএস/জেআইএম
Advertisement