বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ২১ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Advertisement
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মিডিয়া সমন্বয়ক মনিরুজ্জামান।
মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা হলেন ৭ নম্বর ওয়ার্ডের শেখ মো. আলম, ২৪ নম্বর ওয়ার্ডের কাউসার হোসেন শিপন, ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ সাইদুল হাসান মামুন, ১৬ নম্বর ওয়ার্ডের জায়েদ খান, ১৭ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম সরদার, ২৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আলীম বাবুল, ১৪ নম্বর ওয়ার্ডের তৌহিদুর রহমান ছাবিদ, ২১ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুর রহমান সবুজ, ১৯ নম্বর ওয়ার্ডের শেখ ফেরদৌস ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান, ২৯ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান মিজান, ২১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার, ২২ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুল্লাহ, ২ নম্বর ওয়ার্ডের নাসিমা নাজনীন, ২২ নম্বর ওয়ার্ডের আ ন ম সাইফুল আহসান আজিম, ৫ নম্বর ওয়ার্ডের মাইনুল হক, ২ নম্বর ওয়ার্ডের এস এম মাকীন আবেদিন, ১ নম্বর ওয়ার্ডের জিহাদুল ইসলাম জেহাদ, ২৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মো. আলামিন মৃধা, ২৪ নম্বর ওয়ার্ডের মনির হোসেন গাজী ও ২৬ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান।
এর আগে বুধবার (২৪ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ১৬ জন প্রার্থীর মধ্যে আপিল করে ছয়জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
Advertisement
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাওন খান/এসআর/জেআইএম