নীলফামারীর ডিমলায় বুড়িতিস্তা নদী খননে আবারও বাধা দিয়েছে গ্রামবাসী। এ সময় পাউবো ও ঠিকাদারের লোকজনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুইজন আহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (২৫মে) দুপুরে উপজেলার বুড়িতিস্তা নদীর রামডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন, জাহাঙ্গীর আলম (২৫) ও ইদ্রিস আলী (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কৃষিজমিতে জলাধার খনন নিয়ে গ্রামবাসীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বিরোধ চলে আসছে। এরই জেরে বারবার খনন কাজে বাধা দেন গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খননকাজে আবারো বাধা দেন গ্রামবাসী। কথা কটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
এ বিষয়ে নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, সংঘর্ষ আমাদের লক্ষ্য নয়। সবার সঙ্গে সমন্বয় করে আমরা খনন কাজ এগিয়ে নিতে চাই। এসব বিষয় নিয়ে আগেও গ্রামবাসীর সঙ্গে কথা হয়েছে। আমরা সবার সহযোগিতায় সমন্বয় করে খননকাজ করার চেষ্টা করবো।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও বেশ কয়েকবার জলাধার খনন কাজে পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধাওয়া পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করে পানি উন্নয়ন বোর্ড৷ যা আদালতে বিচারাধীন।
রাজু আহম্মেদ/এফএ/জেআইএম
Advertisement