পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে কোনো প্রকল্প করলে বিএনপি ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দেয়। আগামীতে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না আসে তাহলে ভোলার তজুমদ্দিন ও লালমোহনে বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণের জন্য এক হাজার ৯৬ কোটি টাকার প্রকল্প বন্ধ করে দিবে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক করেছিলে ২০০১ সালে ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দেয় বিএনপি।
Advertisement
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তজুমদ্দিন ও লালমোহনের বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে হবে: জাহিদ ফারুক
পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির অত্যাচার থেকে বাঁচতে চাইলে, নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে চাইলে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
Advertisement
অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুয়ল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম