খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনিশ্চিত ভুবনেশ্বর

বাঁ-গোড়ালিতে চোট পেয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন ভুবনেশ্বর কুমার। রোববার চোটের জন্য প্র্যাকটিস করেননি ভারতীয় দলের এই ফাস্ট বোলার। মঙ্গলবার অ্যাডিলেডে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। যদিও বোর্ডের তরফে জানানো হয়েছে, ভুবির গোড়ালির ব্যথা ধীরেধীরে সেরে উঠছে। সেক্ষেত্রে প্রথম টেস্টের নির্বাচনের জন্য তাঁকে ভাবা হতে পারে।  কিন্তু সূত্রের খবর, বিসিসিআই-এর বর্ষসেরা এই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কমপক্ষে দু’টি টেস্টের জন্য পাবে না টিম ইন্ডিয়া।উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট (১৯টি) নিয়েছিলেন তিনি। ফলে ভুবি না-খেললে মাইকেল ক্লার্ক অ্যান্ড কোং-এর বিরুদ্ধে ভারতীয় দলের পেস ব্রিগেড যে দুর্বল হয়ে পড়বে, তা বলাই বাহুল্য। পাশাপাশি ভারতীয় দলের লোয়ার অর্ডারেও এখন ভরসাযোগ্য নাম ভুবি।ইংল্যান্ডের সিরিজে তিনটি অর্ধ-শতরানও এসেছে তাঁর ব্যাট থেকে। ভুবি যদি একান্তই খেলতে না-পারেন সেক্ষেত্রে ইশান্ত শর্মা,বরুণ অ্যারন ও মহম্মদ শামির ত্রিফলাকেই খেলাতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

Advertisement