দেশজুড়ে

জনতা ব্যাংক অন্যত্র স্থানান্তরের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মীরগঞ্জ বাজারে অবস্থিত জনতা ব্যাংকের শাখাটি অন্যত্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মীরগঞ্জ বাজার জনতা ব্যাংকের সামনে সুন্দরগঞ্জ-মীরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের গ্রাহক, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, প্যানেল মেয়র সামিউল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবিব মাসুদ, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শাহ সুলতান আহমেদ, ব্যবসায়ী ননী গোপাল সরকার নিমাই, জীবন সাহা, সুজন সরকার, লিটন মিয়া প্রমুখ।

Advertisement

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মীরগঞ্জ বাজার। এখান থেকে ব্যাংকটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা ষড়যন্ত্রেরই অংশ। এখানকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্যরা বসে সমাধান করতে পারতেন। অফিসের জায়গার সমস্যা হলে তিন মাসের মধ্যে ভবন করে দেওয়া হবে। তারপরও ব্যাংক অন্যত্র যেতে দেওয়া হবে না। এরপরও চেষ্টা করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

জনতা ব্যাংকের মীরগঞ্জ শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের কাছে ব্যাংক স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাগো নিউজকে বলেন, ‘জনতা ব্যাংক মীরগঞ্জ বাজার শাখাটি যেন স্থানান্তর না করা হয়, সেজন্য অনেক আগে আমি একটি চিঠি দিয়েছিলাম। তবে এটি ব্যাংকের ব্যাপার। তারপরও আমি খোঁজ নিয়ে দেখবো।’

শামীম সরকার শাহীন/এসআর/জেআইএম

Advertisement