দেশজুড়ে

বরগুনায় জব্দ ৪০ মণ মাছ এতিমখানায় বিতরণ

বরগুনার পাথরঘাটায় ৪০ মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৫ মে) ভোর ৪টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

Advertisement

মৎস্য বিভাগ সূত্র জানায়, বিএফডিসি মৎস্যঘাটে বিভিন্ন প্রজাতির মাছ বিক্রির জন্য রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বিক্রির জন্য রাখা ৪০ মণ মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের নির্দেশে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু বলেন, অভিযানে জব্দ মাছ স্থানীয় ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মো. আব্দুল আলীম/আরএইচ/জেআইএম

Advertisement