গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দুটি কেন্দ্রের দুটি গোপন কক্ষে অবৈধ অনুপ্রবেশ করা দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২৫ মে) সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণের সময় ওই ব্যক্তিদের দেখে তাদের আটকে নির্দেশ দেওয়া হয়।
নির্বাচন কমিশনার মো. আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাবিত করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। গাজীপুর সিটির ১০৩ নম্বর কেন্দ্রে আবু তাহের নামে এক একজনকে তিনদিন আটক রাখার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ১০১ নম্বর কেন্দ্রে রিয়াদুল ইসলাম রিয়াজ নামে একজনকে আটক করা হয়েছে।
Advertisement
আরও পড়ুন: সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পঞ্চম তলায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন মনিটরিং শুরু হয়। সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
মোট ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় সব ভোটকক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ চলছে।
আইএইচআর/এমএইচআর/জিকেএস
Advertisement