লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি ইলিশ সাত হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছঘাটে মাছ ব্যবসায়ী মো. জয়নাল দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি কিনে নেন।
Advertisement
জানা গেছে, সন্ধ্যায় জেলে আবদুস সাত্তার ইলিশটি ঘাটে আনেন। পরে দাদনদার আব্দুল মালেকের বাক্সে দাম হাকানো হয়। ইলিশের আকার দেখে প্রথমেই ছয় হাজার টাকা দাম ওঠে। পরে সাত হাজার ৪৫০ টাকায় মাছ ব্যবসায়ী জয়নাল এটি কিনে নেন।
জয়নাল ইলিশটি ঢাকায় বিক্রি করবেন বলে জানা গেছে। কেনার পর মাছটি পরিমাপ করা হয়। ওজন হয় দুই কেজি ৩০০ গ্রাম। এসময় ইলিশটি দেখতে ঘাটে ভিড় করেন অনেকেই। সম্প্রতি এত বড় ইলিশ জেলেদের জালে ধরা পড়েনি বলে জানা গেছে।
জেলে আবদুস সাত্তার জানান, তিনি প্রতিদিনই নদীতে যান। কিন্তু নদীতে আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। বুধবার বিকেলে তার জালে বড় সাইজের ইলিশটি ধরা পড়ে। এসময় এত বড় মাছ পাওয়া যায় না নদীতে। তবে এখন বড় মাছের চাহিদা বেশি। তাই ইলিশটি তিনি বেশি দামে বিক্রি করতে পেরেছেন।
Advertisement
মতিরহাটের দাদনদার আব্দুল মালেক বলেন, চলতি মৌসুমে এত বড় ইলিশ চোখে পড়েনি। ভালো দামে ইলিশটি বিক্রি করতে পেরেছি। এখন বড় মাছের আকাল। এজন্য সাত্তারের জালে ধরা পড়া ইলিশটির দাম সাত হাজার ৪৫০ টাকা উঠেছে।
কাজল কায়েস/ইএ