আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া-ভারতের অভিবাসন চুক্তি সই

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে নতুন অভিবাসন চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেই দেশ দুইটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।

Advertisement

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমনন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এক বৈঠক করেন। তারপরই দেশ দুইটির মধ্যে হওয়া অভিবাসন চুক্তির বিষয়টি ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: ধনীদের তালিকায় বড় লাফ আদানির

এই চুক্তির লক্ষ্য হলো ছাত্র, গ্র্যাজুয়েট, একাডেমিক গবেষক ও ব্যবসায়ীদের দ্বিমুখী গতিশীলতাকে উন্নীত করা। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে।

Advertisement

চার সদস্যের কোয়াড গ্রুপে অস্ট্রেলিয়া ও ভারতও রয়েছে। অন্য দুই সদস্য দেশ হলো জাপান ও যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কটে ঐক্যবদ্ধ বিরোধীরা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু ঋণের সর্বোচ্চ সীমা বাড়াতে এই সফর বাতিল করে জাপান থেকে ওয়াশিংটন ফিরতে হয় তাকে। কিন্তু সফর বাতিল করেনি ভারতীয় প্রধানমন্ত্রী।

বিদেশ সফরের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ায় পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। মোদীকে অভ্যর্থনা জানাতে প্রচুর অভিবাসী ভারতীয় উপস্থিত হয়েছিলেন সিডনি বিমানবন্দরে।

Advertisement

এমএসএম/টিটিএন