আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ইউক্রেন থেকে রাশিয়ার একটি অঞ্চলে হামলাইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র একটি দল রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হয়েছে। এতে সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় গভর্নর ভিচেস্লাভ গ্লাদকভ বলেন, গ্রাভোরোনস্কি সীমান্ত এলাকায় যারা হামলা চালিয়েছে সেই ‘নাশকতাকারীদের’ খুঁজতে শুরু করেছে রুশ বাহিনী।

হোয়াইট হাউজের নিরাপত্তা বলয়ে ট্রাকের ধাক্কা!বিশ্বের সব থেকে নিরাপদ জায়গাগুলোর মধ্যে অন্যতম ‘হোয়াইট হাউজ’। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনটি কার্যত নিরাপত্তার নিশ্ছিদ্র স্তরে ঢাকা। সেখানে সিক্রেট সার্ভিসের চোখ এড়িয়ে মাছিও গলতে পারে না। অথচ সে হোয়াইট হাউজের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল একটি ট্রাক!

দ্বিতীয় দফার নির্বাচনে এরদোয়ানকে সমর্থন দিলেন সিনান ওগানগত সপ্তাহে শেষ হয়েছে তুরস্কের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফায় তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ডানপন্থি নেতা সিনান ওগান। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। সোমবার (২২ মে) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, এরদোয়ান তার প্রচারণায় তুর্কি জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়েছেন।

Advertisement

জুনের শুরুতেই অর্থ সংকটে পড়বে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রীযুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন আবারও সতর্ক করে দিয়েছেন যে, ঋণ সীমা বাড়ানো না হলে চলতি বছরের ১ জুন থেকেই অর্থ সংকটে পড়বে মার্কিন সরকার। সোমবার (২২ মে) কংগ্রেসের কাছে পাঠানো এক চিঠিতে এমনটি জানান তিনি। এ নিয়ে গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো কংগ্রেসের কাছে চিঠি লিখলেন মার্কিন অর্থমন্ত্রী।

ব্রাজিলে বার্ড ফ্লু, সতর্কতা জারিব্রাজিলে এভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে। সম্প্রতি বেশ কিছু প্রাণীর দেহে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ কারণে দেশটিতে আগামী ছয় মাসের জন্য প্রাণী বিষয়ক স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। দেশটির এসপিরিতো সান্তো রাজ্যে বার্ড ফ্লুর সাতটি ঘটনা শনাক্ত হয়েছে। এছাড়া রিও ডি জেনেইরো রাজ্যেও ভাইরাসটি শনাক্ত হয়েছে। অতি সংক্রামক এইচ৫এন১ ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে এই সতর্কতা কাজে আসবে বলে আশা করা হচ্ছে।

কোটি টাকার এআই স্ক্যানারে ধরা পড়ে না ছুরি, শঙ্কায় শত শত স্কুলকৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) পরিচালিত দামি স্ক্যানার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কয়েকশ স্কুলে ৩৭ লাখ মার্কিন ডলার দামের এই স্ক্যানার ব্যবহার করা হয়। কিন্তু তথাকথিত অত্যাধুনিক এই নিরাপত্তা ব্যবস্থা সাধারণ ছুরিই শনাক্ত করতে পারছে না। ফলে স্কুলগুলোর হাজার হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

যার জন্য বিচ্ছেদ, তার সঙ্গেই বাগদান সারলেন জেফ বেজোসচার বছর প্রেমের পর বাগদান সারলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। প্রেমিকা লরেন সানচেজের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন এ যুগলের ঘনিষ্ঠরা। তবে তাদের বিয়ের সম্ভাব্য তারিখ বা আয়োজনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি। লরেন সানচেজ পেশায় ব্রডকাস্ট সাংবাদিক এবং হেলিকপ্টার পাইলট ছিলেন। বর্তমানে সমাজসেবী হিসেবে কাজ করছেন।

Advertisement

বেলগোরদ অঞ্চলের বাসিন্দাদের এখনই না ফেরার আহ্বান রাশিয়াররাশিয়ার বেলগোরদ অঞ্চলের বাসিন্দাদের এখনই নিজেদের বাড়ি-ঘরে না ফেরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ওই অঞ্চলে সংঘাত এখনও চলছে। সংঘর্ষ শুরু হওয়ার পর পরই সেখান থেকে পালাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রাশিয়া বলছে, ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র একটি দল বেলগোরদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হয়েছে।

কলকাতার পেট্রোল পাম্পে ২ হাজার রুপি দিয়ে তেল কেনার হিড়িকদুই হাজার রুপির নোট বদল শুরুর আগেই কলকাতায় অনেকেই পেট্রোল পাম্পে গিয়ে নোট বদলানোর চেষ্টা করেন। কেউ দুই হাজার রুপির নোট পেট্রোল পাম্পে নিয়ে দুই বা তিনশ রুপির তেল কিনে বাকি রুপি পকেটে পুরে নিচ্ছেন। কলকাতার পেট্রোল পাম্পে কর্মীদের অভিযোগ, অনেকেই দুই হাজার রুপির নোট নিয়ে দুশো রুপির তেল নিচ্ছে। ফলে কলকাতার পেট্রোল পাম্পে তেলের বিক্রি অনেকটাই বেড়ে গেছে। কিন্তু খুচরা অর্থের সমস্যা দেখা দিয়েছে।

২৮ বার এভারেস্ট জয়ের রেকর্ডনেপালের এক পর্বতারোহী এভারেস্ট জয়ের নতুন রেকর্ড করেছেন। ২৮ বার এভারেস্ট জয় করে মঙ্গলবার (২৩ মে) তিনি এই রেকর্ড করেন। নেপালের পর্যটন কর্মকর্তা বিগান কৈরালা বলেন, ৫৩ বছর বয়সী কামি রিতা শেরপা ঐতিহাসিক দক্ষিণ-পূর্ব রিজ রুট দিয়ে ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) চূড়ায় পৌঁছেছেন। গত সপ্তাহেই তিনি ২৭ বার এভারেস্ট জয়ের রেকর্ড করেন। এক সপ্তাহের ব্যবধানেই আবারও নতুন রেকর্ড অর্জন করলেন এই পর্বতারোহী।

কেএএ/এএসএম