বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউস অব রিপ্রেজেনটেটিভ অব জাপানের স্পিকারের আমন্ত্রণে মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়।
Advertisement
সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অফ জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাতের কথা রয়েছে।
সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে রয়েছেন আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি।
এছাড়াও স্পিকারের সফরসঙ্গী হিসেবে আছেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী।
Advertisement
জাপান সফর শেষে স্পিকারের আগামী ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।
এইচএস/এমকেআর/এমএস